Posts

Showing posts from January, 2017

একগুঁয়ে ও জেদী নারীঃ

লিখেছেন: আমীনা মাসআদ আল হারবী সহকারী প্রফেসর কিং আবদুল আযীয বিশ্ববিদ্যালয়, সৌদী আরব। দাম্পত্য, পরিবার ও সমাজ বিষয়ক পরামর্শদাতা ================================== একগুঁয়ে ও জেদী নারীরা দাম্পত্য জীবনে ব্যর্থ এবং এমনকি আত্মীয়দের সাথেও সুসস্পর্ক গড়তে ব্যর্থ। যে নারী সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ-ভালোবাসা আর নমনীয়তার বিচক্ষণতা হারিয়েছে আর নিজের মতামত ও জিদকে প্রাধান্য দিয়েছে, সেই দাম্পত্য জীবনে সবচেয়ে বেশী ব্যর্থ হয়েছে। কেন? (১) কেননা তখন সে স্বামীর সাথে টানাটানি ও ঠেলাঠেলিতে প্রবেশ করবে। বিজয়ের জন্য নিজের আমিত্বকে জাহির করতে চাইবে। আর তখনই সে স্বামীর জিদের সামনে পরাজিত হবে। এমনকি তার বিরুদ্ধে নিকটস্থ ব্যক্তিরাও জেদী হয়ে উঠবে। কেননা পুরুষরা জেদী স্ত্রী বা একগুঁয়ে বোনের সামনে আরো বেশী কঠোর ও জেদপ্রবণ হয়ে উঠে। কিন্তু নমনীয় নারীর সামনে তারা হয় কোমল। (২) জেদী নারী ধারণা করে, সে যদি নিজের মতামতের উপর দৃঢ় থাকে এবং দ্বন্দ্বের ঝড়ে অটল থাকতে পারে, তবে সে বিজয়ী হবে। কিন্তু একথা ভুলে যায় যে, নিজের মতের ক্ষেত্রে জিদ করে যদি একটা বিজয় পেয়েও যায় কিন্তু বিপরীত দিকে সে এমন একটি হৃদয় হারাবে যে তাকে ভ

সূরা ফাতিহা

  ০১ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।   ০২ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ   যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।   ০৩ الرَّحْمَٰنِ الرَّحِيمِ   যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।   ০৪ مَالِكِ يَوْمِ الدِّينِ   যিনি বিচার দিনের মালিক।   ০৫ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ   আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।   ০৬ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ   আমাদেরকে সরল পথ দেখাও,   ০৭ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ   সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।   (আমিনঃ হে আল্লাহ্‌ আমাদের দুয়া তুমি কবুল কর)   নামকরণ   এ সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়