Posts

Showing posts from April, 2020

১১৪টি সূরার নাম অর্থ সহ বাংলায়

0১. আল- ফাতিহা (সূচনা) 0২. আল-বাকারা (বকনা-বাছুর) 0৩. আল-ইমরান (ইমরানের পরিবার) 0৪. নিসা (নারী) 0৫. আল-মায়িদাহ (খাদ্য পরিবেশিত টেবিল) 0৬. আল-আনাম (গৃহপালিত পশু) 0৭. আল-আরাফ (উচু স্থানসমূহ) 0৮. আল-আনফাল (যুদ্ধে-লব্ধ ধনসম্পদ) 0৯. আত-তাওবাহ (অনুশোচনা) ১০. ইউনুস (একজন নবী) ১১. হুদ (একজন নবী) ১২. ইউসুফ (একজন নবী) ১৩. আর-রাদ (বজ্রনাদ) ১৪. ইবরাহীম (একজন নবী) ১৫. আল-হিজর (পাথুরে পাহাড়) ১৬. আন-নাহল (মৌমাছি) ১৭. বনি ইসরাইল (ইহুদী জাতি) ১৮. আল-কাহফ (গুহা) ১৯. মারিয়াম (নবী ঈসা(আঃ) এর মা) ২০. ত্বা হা (ত্বা হা) ২১. আল-আম্বিয়া (নবীগণ) ২২. আল-হাজ্ব (হজ্ব) ২৩. আল-মুমিনুন (মুমিনগণ) ২৪. আন-নূর (আলো) ২৫. আল-ফুরকান (সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রম্থ) ২৬. আশ-শুআরা (কবিগণ) ২৭. আন-নমল (পিপীলিকা) ২৮. আল-কাসাস (কাহিনী) ২৯. আল-আনকাবুত (মাকড়সা) ৩০. আল-রুম (রোমান জাতি) ৩১. লুকমান (একজন জ্ঞানী ব্যাক্তি) ৩২. আস-সাজদাহ (সিজদা) ৩৩. আল-আহযাব (জোট) ৩৪. আস-সাবা (রানী সাবা/শেবা) ৩৫. আল-ফাতির (আদি স্রষ্টা) ৩৬. ইয়া সিন (ইয়া সিন) ৩৭. আস-সাফফাত (সারিবদ্ধভাবে দাড়ানো) ৩৮. সোয়াদ (আরবি বর্ণ) ৩৯. আয-যুমার (দল-বদ্ধ

কিভাবে হাদীস জাল করা হতো?

আবু আনার হাররানী বলেন,  মুখতার ইবনু আবু উবাইদ সাকাফী একজন হাদীস বর্ণনাকারীকে বলেন,  আপনি আমার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে একটি হাদীস তৈরী করুন, যাতে থাকবে যে, আমি তাঁর পরে তাঁর প্রতিনিধি হিসেবে আগমন করব এবং তাঁর সন্তানের হত্যার প্রতিশোধ গ্রহণ করব।  এজন্য আমি আপনাকে দশহাজার দিরহাম, যানবাহন, ক্রীতদাস ও পোশাক পরিচ্ছদ উপঢৌকন প্রদান করব।  ঐ হাদীস বর্ণনাকারী বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে হাদীস বানানো আমার পক্ষে সম্ভব নয়। তবে কোনো একজন সাহাবীর নামে কোনো কথা বানানো যেতে পারে। এজন্য আপনি আপনার উপঢৌকন ইচ্ছামত কম করে দিতে পারেন। মুখতার বলেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে কিছু হলে তার গুরুত্ব বেশি হবে।  ঐ ব্যক্তি বলেনঃ তার শাস্তিও বেশি কঠিন হবে।  (ইবনুল জাওযী, আল মাউদূ’আত ১/১৬-১৭)।