Posts

Showing posts from September, 2020

তিনটি বিশ্বাস সকল ধর্মের মানুষ-ই মানত

তিনটি বিশ্বাস সকল ধর্মের মানুষ-ই মানত   ধর্ম সেই আদিকাল থেকেই চলে আসছে সকলেই বিশ্বাস করে আমাদের অস্তিত্ব মানে দেহ। দেহের ভিতর অন্তর বা হৃদয় আছে। সকল ধর্মের লোক-ই আরও বিশ্বাস করে যে পরকাল। এই তিনটি বিশ্বাস সকল ধর্মের লোকেই করে। নিজেদের অস্তিত্ব অন্তর বা হৃদয় ও পরকাল ইসলামেও এই তিনটি বিশ্বাস বিদ্যমান তিন নাম্বারটি হলো পরকাল এই পরকাল এর চিন্তা যে করবে সে কখনো অন্যের ক্ষতি করতে পারে না। সে আল্লাহ্‌ বিরোধী হতে পারে না। মানুষ ভাল হওয়ার জন্য এই একটি বিশ্বাস-ই যথেষ্ট পরকালে আমি আমার মাবুদ এর নিকট কি জবাব দেব?